۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
আমরা যারা নিজেদের মুসলিম দাবী করি তারা কী মাজলুম ফিলিস্তিনিদের সাহায্যের ডাকে সাড়া দিয়েছি?
আমরা যারা নিজেদের মুসলিম দাবী করি তারা কী মাজলুম ফিলিস্তিনিদের সাহায্যের ডাকে সাড়া দিয়েছি?

হাওজা / মুসলমানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ও গুণাবলী হচ্ছে অপর মুসলমানের সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কুরআন ও হাদীসে একজন প্রকৃত ও আদর্শিক মুসলমানের নানা বৈশিষ্ট্য ও গুণাবলী বর্ণিত হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য ও গুণাবলী হচ্ছে অপর মুসলমানের সার্বিক অবস্থা সম্পর্কে অবগত, তাদের উন্নতির জন্য চিন্তা করা এবং তাদের সাহায্যের আহবানে তড়িৎ সাড়া দেয়া।

রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন,

مَنْ أَصْبَحَ لاَ يَهْتَمُّ بِأُمُورِ اَلْمُسْلِمِينَ فَلَيْسَ مِنْهُمْ وَ مَنْ سَمِعَ رَجُلاً يُنَادِي يَا لَلْمُسْلِمِينَ فَلَمْ يُجِبْهُ فَلَيْسَ بِمُسْلِمٍ.

অর্থাৎ, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে মুসলমানদের বিষয়ে মনোযোগ দেয় না (অর্থাৎ মুসলমানদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেয় না, তাদের সার্বিক উন্নতির চিন্তা ও পরিকল্পনা করে না), সে মুসলমান নয় এবং যে ব্যক্তি কোনো মুসলমানের সাহায্যের আর্তনাদ শুনেও তাতে সাড়া দেয় না বা তার অধিকারের পক্ষে আওয়াজ তুলে না, সে মুসলমান নয়।

[উসুলে কাফি, খন্ড- ২, পৃষ্ঠা- ১৬৪]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের একজন প্রকৃত মুসলমান হিসেবে কবুল করুক।

تبصرہ ارسال

You are replying to: .